ঘোড়াঘাটে স্কুল শিক্ষক ভুয়া জীবন বীমা খুলে কৃষকের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

দিনাজপুরের ঘোড়াঘাটে স্কুল শিক্ষক ভুয়া জীবন বীমা খুলে কৃষকের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা আত্মাসাৎ করে জমি কিনেছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার অহিওড়া গ্রামের সাইদুল ইসলাম সে পাঁচবিবি উপজেলার পিংলু (কাকড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে চাকুরি করেন। ওই সুযোগে সে ভুয়া ১০ বছর মেয়াদীমাস ৫০০টাকা কিস্তিতে জীবন বীমা খোলেন এবং ১০ বছরে যে টাকা জমা হবে তার ডবল টাকা দেয়া হবে বলে তার অহিওড়া গ্রামে প্রচার চালান। ওই প্রচার শুনে গ্রামের অসহায় লোকজন স্কুল শিক্ষক সাইদুল ইসলামের নিকট প্রায় ৬০-৭০ জন কৃষক ৫০০ টাকা কিস্তিতে তার জীবন বীমায় টাকা জমা করেন। কিন্তু ওই জীবন বীমায় টাকা জমা দেয়ার পর ১৩ বছর পার হলেও কৃষকের আসল টাকা বা লাভের টাকা না দিয়ে তাদের কাছে থাকা টাকা জমা দেয়ার বহি গুলো জমা নিয়ে শিক্ষক সাইদুল ইসলাম গা ঢাকা দেন। জীবন বীমায় টাকা জমা দেয়া কৃষকরা তাকে খুঁজতে থাকেন। এর এক পর্যায়ে তারা খুঁজতে খুঁজতে দেখে সে তার কর্মস্থল স্কুলের পার্শ্বেই বাড়ি ভাড়া নিয়ে লুকিয়ে আছেন। গতকাল সেখান থেকে কৃষকরা তাকে ধরে এনে ঘোড়াঘাট নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের নিকট হাজির করলে তিনি ওই স্কুল শিক্ষককে কৃষকের টাকা ফেরত দেয়ার জন্য ৩ মাস সময় বেঁধে দিয়ে তাকে ছেড়ে দেন।