সৈয়দপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মঙ্গলবার (৭ অক্টোবর)নীলফামারীর সৈয়দপুরে প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবস উদ্যাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও আলোচন সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০ টায় সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযতেœ তোমায় রাখবো আগলে” শ্লোগানকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নূর-ই-আলম সিদ্দিকী ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন।
সভায় সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ডা. মো. আব্দুল মান্নান চৌধুরী। সৈয়দপুর উপজেলা সমাজসেবা অফিসার নূর মোহাম্মদের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সালাহউদ্দিন বেগ, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, আজমল সরকার, এজাবুল হক, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান (বীরপ্রতীক) প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভান্ডার। তাঁরা অভিজ্ঞতা, প্রজ্ঞা ও মূল্যবোধের ধারক। তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যতœ প্রদর্শনের মাধ্যমেই মানবিক সমাজ গঠন সম্ভব। প্রবীণদের সম্মান ও যতœ নেয়া আমাদের নৈতিক দায়িত্ব। সভায় বক্তারা আরও বলেন, প্রবীনদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। দেশে প্রবীণদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম না থাকায় এ দেশের প্রবীণ জনগোষ্ঠী পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও শারীরিক সমস্যায় প্রতিনিয়ত ভুগছেন। এ সব সমস্যার সমাধানে সরকার ও প্রশাসনসহ সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তারা।
এর আগে সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বর সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। এতে সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্নদপ্তরের কমকর্তা ও প্রবীণ হিতৈষী সংঘের সদস্য, শিক্ষক, সাংবাদিক, সুধীজনসহ অন্যান্যরা অংশ নেন। র্যালিটি উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে।