আদমদীঘিতে প্রবীণ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযতেœ তোমায় রাখবো আগলে” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বেডো সমৃদ্ধি কর্মসূচির আদমদীঘি সদর ইউনিয়নের প্রবীণ কমিটির সদস্য অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডুর সভাপতিত্বে ও যুব কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব তুহিনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসলেম উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দেলোয়ার হোসেন, পশু চিকিৎসক আব্দুল মজিদ, বেডো সমৃদ্ধি কর্মসূচির ইউপিসি তরিকুল ইসলাম, এইউপিসি শিবনাথ চন্দ্র পাল, স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন, প্রবীণ কমিটির সদস্য আলাউদ্দীন, আনোয়ার, মহসীন, মনছুর, মাসুদা, সালমা, সুখি ও জেমি প্রমূখ। আলোচনা সভায় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভান্ডার। অভিজ্ঞতা, প্রজ্ঞা ও মূল্যবোধের ধারক। তাঁদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যতœ প্রদর্শনের মধ্য দিয়েই আমরা মানবিক সমাজ গঠন করতে পারি। তাঁদের সম্মান ও যতœ নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সরকার প্রবীণবান্ধব সমাজ গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার মধ্যে রয়েছে প্রবীণ ভাতা, হেলথ কার্ড ও প্রবীণ সেবা কেন্দ্র স্থাপন। সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে প্রবীণবান্ধব পরিবেশ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে। এসময় শতাধিক প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।