সৈয়দপুরে ব্র্যাকের স্বপ্ন সারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্বপ্ন সারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল দশটায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির আওতায় “পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও” শ্লোগানকে সামনে রেখে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়েজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) তপন টি মিনজ, অফিসার (সেলপ্) মিতারী মন্ডল এবং কমিউনিটি অর্গানাইজার মোছা. মিশুয়ারা, আঠারো বছর বয়স পূর্ণ হওয়া কিশোরী মোছা. নাছরিন আক্তার ও রিফাত আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে ১৮ বছর বয়স পূর্ণ হওয়া দুইজন কিশোরী তাদের বাল্য বিয়ে মুক্ত হওয়ার অনুভূতি তুলে ধরেন। পাশাপাশি আগামীতে নিজের স্বপ্ন পূরণে সামনের দিকে কিভাবে এগিয়ে যাবেন সেই অভিমত ব্যক্ত করেন।
এছাড়াও একই অনুষ্ঠানে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা করা হয়েছে। “আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” দিবসের এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলার চারটি কামারপুকুর, কাশিরাম বেলপুকুর,বাঙ্গালীপুর ও খাতামধুপুর ইউনিয়নে আঠারো বছর বয়স পূর্ণ হয়েছে এমন ৩৬জন কিশোরী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।