সৈয়দপুরে ইউএইচএফপিও ডা. মীর হোসেনের বদলীর আদেশ স্থগিতের জন্য ডিজি বরাবরে কর্মকর্তা-কর্মচারীদের আবেদন

নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. মীর হোসেনের বদলীর আদেশ স্থগিতের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবরে আবেদন করা হয়েছে। গত বুধবার (৮ অক্টোবর) ওই আবেদনপত্রটি ই-মেইল যোগে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবরে পাঠানো হয়। এতে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ৬২ জন কর্মকর্তা-কর্মচারী স্বাক্ষর করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. মো. মীর হোসেন। তিনি চলতি ২০২৫ সালের গত ১৬ জানুয়ারিতে ইউএইচএফপিও পদে এখানে যোগদান করেন। তিনি যোগদানের পর তাঁর বলিষ্ঠ ও সুযোগ্য নেতৃত্বের কারণে সৈয়দপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়সহ মাঠ পর্যায়ের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম অনেকটাই গতিশীল হয়েছে। আর তাঁর সুপরিকল্পিত ও দক্ষ পরিচালনায় আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর সার্বিক কার্যক্রম সফল ও সুচারুরূপে সম্পাদনের সকল প্রস্তুতি সুসম্পন্ন হয়েছে ইতিমধ্যে। এবারে সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার ৮৫ হাজারের বেশি শিশুকে টাইফয়েড টিকাদান করা হবে। অথচ টিসিভি ক্যাম্পেইন শুরুর ঠিক আগ মুর্হুতে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেনকে বদলী করা হয়েছে। গত ৭ অক্টোবর তাকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে তাকে রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে বদলী আদেশ দিয়ে একটি প্রজ্ঞাপন জারী করা হয়। এতে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এর পক্ষে পরিচালক (প্রশাসন) ড. এ বি এম আবু হানিফ স্বাক্ষর করেছেন। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ এর মতো গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি শুরুর ঠিক আগ মুর্হুতে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মীর হোসেনকে আকস্মিক বদলীর প্রজ্ঞাপন জারী হওয়ায় এখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী মর্মাহত ও হতবিহবল হয়ে পড়েছেন। এতে করে সৈয়দপুরে আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সৈয়দপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারী। কারণ হিসেবে তারা বলেন, নতুন একজন কর্মকর্তা একটি নতুন কর্মস্থলে এসে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচয় ও তাদের সম্পর্কে জানতেই বেশ কিছু দিন সময়ের প্রয়োজন পড়ে। অথচ নতুন একজন কর্মকর্তা শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরুর ২/৩ দিনের আগে নতুন কর্মস্থলে এসে সুষ্ঠুভাবে সেটি কিভাবে পরিচালনা করবেন তা তাদের ভীষণভাবে ভাবিয়ে তুলেছেন।
এ অবস্থায় সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে দেওয়া আবেদনপত্রে ১২ অক্টোবর থেকে শুরু হওয়া শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সুন্দর ও সফলভাবে সুসম্পন্ন করার জন্য ইউএইচএফপিও ডা. মো. মীর হোসেনের বদলীর আদেশ স্থগিতের দাবি জানিয়েছেন।