পোরশায় শিশু কন্যার লাশ উদ্ধার

নওগাঁর পোরশায় আম বাগান থেকে সুমাইয়া(৮) নামের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সুমাইয়া উপজেলার ছাওড় ইউপির কুশারপাড়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে মক্তব মাদরাসা থেকে পড়ে এসে বাড়িতে সকালের খাবার খেয়ে বাইরে যায় সুমাইয়া। এর পর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। দুপুরে স্থানীয়রা কুশারপাড়া এলাকার একটি আম বাগানে সুমাইয়ার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, ধর্ষন করার পর শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি। ঘটনাস্থল সিআইডি পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯