সেই প্রতিবন্ধী রফিকুলকে দেখতে গেলেন সাবেক এমপি মোশারফ

“পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল”— বৃহস্পতিবার প্রকাশিত এমন একটি মানবিক প্রতিবেদন সাড়া ফেলে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নজরে আসতেই বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন দ্রুত এগিয়ে আসেন অসহায় সেই রফিকুল ইসলামের পাশে।
বৃহস্পতিবার রাতে স্যোশাল মিডিয়ায় রফিকুলের খবরটি জানার পর কোনো বিলম্ব না করে তিনি ঢাকা থেকে রওনা দেন বগুড়ার নন্দীগ্রামের উদ্দেশে। শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সরাসরি পৌঁছে যান প্রতিবন্ধী রফিকুল ইসলামের বাড়িতে। সাবেক এমপি মোশারফ হোসেনকে সামনে দেখে কান্নায় ভেঙে পড়েন রফিকুল। আবেগঘন কণ্ঠে তিনি বলেন,
“আমি কখনো ভাবিনি, আমার মতো অসহায় একজনের পাশে আপনি নিজে এসে দাঁড়াবেন। একসময় আইসক্রিম বিক্রি করে জীবিকা চালাতাম। কিন্তু তিন বছর আগে দুর্ঘটনায় পা হারিয়ে সবকিছু থেমে গেছে। সরকারি অফিসে অনেকবার গিয়েছি, কিন্তু কেউ সহায়তা করেনি। আজ আপনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন, এ আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।” এ সময় সাবেক এমপি মোশারফ হোসেন রফিকুলকে চাল, ডাল ,চিনি, আটা, আলু, তেল, লবণ সহ হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন এবং আরও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, “মানুষ মানুষের জন্যই। রফিকুলের মতো পরিশ্রমী মানুষ আজ প্রতিবন্ধকতার কারণে জীবনের সঙ্গে লড়ছে এটা সত্যিই কষ্টের। আমি তার পাশে আছি এবং থাকব।” এছাড়াও ওই সময় খবর পেয়ে ছুটে আসেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া। তিনিও রফিকুল এর হাতে নগদ অর্থ প্রদান করেন এবং সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায় হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, গোলাপ আকন্দ, যুবদল নেতা রাজ্জাক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, কুরবান আলী, রাকিব বাবু, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, ১নং বুড়ইল ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম,ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।