১০ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলনে সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের কৃতিত্ব অর্জন

১০ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন ২০২৫ -এ অংশ নিয়ে নীলফামারীর সৈয়দপুর শহরের বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা অনন্য কৃতিত্ব অর্জন করেছে।
গতকাল শনিবার ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মিলনায়তনে স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন চিন্তার চাষ ওই ১০ম চিন্তার চাষ ক্ষুদ্রে গবেষক সম্মেলনের আয়োজন করে।
এতে সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী বার্জিস আলী, মিফতাহুল রিয়াদ ও মো. শুয়াইব ‘শৈবাল দিয়ে টেকসই প্লাস্টিক তৈরি করে সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধ’ বিষয়ক ধারণাপত্রে চ্যাম্পিয়ন এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া জাহিদ রুদানা, কাজী আল ওয়াসি ও মালিহা আম্বারিন “শব্দ থেকে বিদ্যুৎ উৎপাদন : সৈয়দপুর শহরের শব্দ দূষণ এর প্রেক্ষাপটে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ ” বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করে রানার্স -আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
সম্মেলনে শেষে অন্তর্র্বতীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।