বগুড়ার কবি সাগরের পিতার মৃত্যুতে শোক প্রকাশ
বগুড়ার সোনাতলা উপজেলার মহিচরণ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ্ব কেরামত আলী মাস্টার আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। স্কুলের এই জনপ্রিয় শিক্ষক শুক্রবার সন্ধ্যায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকালে সোনাতলা উপজেলার মূলবাড়ী ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। সর্বশেষ চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্য হলেও শুক্রবার বিকালের পর থেকে আবারো অসুস্থ্য হন এবং শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
সাবেক শিক্ষক আলহাজ্ব কেরামত আলীর পুত্র সন্তানদের মাঝে এম রহমান সাগর একজন কবি ও সম্পাদক। এম রহমান সাগর, তার ভাইকে সঙ্গে নিয়ে দিশারী ফুড নামের প্রতিষ্ঠানে একজন উদ্যাক্তা হয়ে কাজ করে যাচ্ছেন। সাগর ইতিপূর্বে সাহিত্য বিষয়ক পত্রিকা অনুশীলন প্রকাশ করেন। এছাড়া একাধিক কবিতার প্রকাশ করেন। তিনি বগুড়ার একজন তরুণ কবি।
কবি এম রহমান সাগর এর পিতার মৃত্যুতে জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখার সভাপতি ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সাদেক সোহাগ, কবি রওশন রোজী, জাহাঙ্গীর মাহমুদ, বগুড়া শব্দকথন সাহিত্য আসরের কবি এইচ আলিম, এছাড়া কবি ফারজানা করিম সুইটি, পাপিয়া সুলতানা, প্রীতি, লুবনা জাহান, ঈমামুল হুদা বিপ্লব, পিংকু আহম্মেদ, মাজেদুর রহমান, আনিছ রহমান, এমএ মান্নান শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করছেন।

ষ্টাফ রিপোর্টার