শাজাহানপুরে মানিকদিপায় ফুটবল টুর্নামেন্ট

বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে মানিকদিপা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন আড়িয়া ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আতিকুর রহমান।
উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাড: গোলাম মস্তফা মজনু।
বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আড়িয়া ইউপি ২নং ওয়ার্ড সদস্য ও বিএনপি নেতা আব্দুল বাসেত রঞ্জু,আড়িয়া ইউপি বিএনপি সহ-সভাপতি মোকসেদুল আলম,জামায়াতে ইসলামী আড়িয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল ওহাব,বিএনপি নেতা আলমগীর হোসেন,মনিরুজ্জামান মজনু,রফিকুল ইসলাম, বেলাল হোসেন, আব্দুল হান্নান, সাহেব আলী হোসেন, রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা আজিজুল হক, কৃষক দল নেতা শামীমা আহমেদ ও ব্যবসায়ী হাবিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে তিতখুর তিতুমীর একাদশকে ২-১ গোলে পরাজিত করে নয়মাইল যুব সংঘ একাদশ বিজয়ী হয়।খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান অতিথিবৃন্দ এবং টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন।