শাজাহানপুরে “নবকৃষি” প্রকল্পের কৃষক প্রশিক্ষণ উদ্বোধন

বগুড়ার শাজাহানপুরে জাগো ফাউন্ডেশন-এর সহযোগিতায় “নবকৃষি” প্রকল্পের কৃষক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার সকাল ১০টায় আড়িয়াবাজার এলাকায় স্থানীয় ৪০ জন তরুণ কৃষি উদ্যোক্তাকে নিয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন শাওন,স্বপ্ন পূরণ পাঠশালার প্রতিষ্ঠাতা মিজানুর রহমান,শাহনগর নার্সারী মালিক সমিতির সভাপতি আমজাদ হোসেন, এবং উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাব হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভিবিডি বগুড়া জেলা টিমের ভাইস প্রেসিডেন্ট রোমান ইসলাম, প্রজেক্ট লিডার মাইশা আকরোজ ও শ্যাম জয়ময়ালসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সেশনে উন্নতমানের চারা রোপণ কৌশল, কৃষিপণ্য বাজারজাতকরণের আধুনিক পদ্ধতি, জৈব সার ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি এবং কৃষিতে প্রযুক্তির প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথি জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, “নবকৃষি প্রকল্পের মাধ্যমে তরুণ প্রজন্ম কৃষিতে নতুন দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।”
আয়োজকরা জানান, জাগো ফাউন্ডেশনের Lead Bangladesh Project-এর অধীনে “নবকৃষি” প্রকল্পের মূল লক্ষ্য হলো আধুনিক কৃষি প্রযুক্তির জ্ঞান কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তরুণদের কৃষি খাতে সম্পৃক্ত করা।