সৈয়দপুরে শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

গতকাল রোববার (১২ অক্টোবর) সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হয়েছে। সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মিলনায়তনে এ টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী একেএম মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন।
এ সময় সৈয়দপুর সহকারী উপজেলা শিক্ষা অফিসার মরিয়ম নেছা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. আবু তাহের সিদ্দিকীসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী, সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন জানান, এবারে সৈয়দপুর উপজেলায় ৮৫ হাজার ৩১৪ জন শিশুকে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী দিনে উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিকাদান করা হবে। আর ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম চলবে।