আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেপ্তার-১

বগুড়ার আদমদীঘিতে চুরি যাওয়া মোটরসাইকেল ২ ঘন্টা পর উদ্ধারসহ রাশেদ ওরফে রুবেল (২৬) নামের চোচক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার (১১ অক্টোবর) বিকেল ৫ টায় দুপচাঁচিয়া উপজেলার আলতাফন নগর বাজার এলাকা থেকে উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাশেদ ওরফে রুবেল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।
আদমদীঘি থানা পুলিশ জানায় গত শনিবার বেলা ১ টায় আদমদীঘি উপজেলার মটপুকুরিয়া গ্রামের ফরিদুল ইসলাম শাহ তার ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন ১২৫ সিসি ডিসকোভার মোটরসাইকেলটি তার বাসার সামনে রেখে খাবার জন্য বাসায় প্রবেশ করেন। এসুজুকে চোরচক্র মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে খোজা খুঁজির এক পর্যায়ে বিকেল ৫টায় আলতাফ নগর বাজারে বাদি ফরিদুল ইসলাম তার মোটরসাইকেলটি সনাক্ত করে রাশেদ ওরফে রুবেলকে আটক করে পুলিশে খবর দেন। আদমদীঘি থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী আলতাফ নগর বাজার থেকে চোরচক্রের সদস্য রাশেদ ওরফে রুবেলকে আটক ও মোটরসাইকেলটি জব্দ করেন। এসময় চোরচক্রের অপর কয়েকজন পালিয়ে যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রোববার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরন ও অপর পলাতকদের গ্রেপ্তার তৎপরতা চলছে।