সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গতকাল সোমবার (১৩ অক্টোবর) সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বর্ণাঢ্য র্যালি, মহড়া ও এক আলোচনা সভার আয়োজন করে।
বেলা ১১টায় শহরের বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “ সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহীদ ইশরাক।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মতিউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা প্রধান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সৈয়দপুর স্টেশনের স্টেশন অফিসার মো. হামিদুর রহমান ও উপজেলা আনার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষিকা সানজিতা রানী প্রমুখ।
এর আগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন। র্যালিটি উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে।
শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সৈয়দপুর স্টেশনের সদস্যরা অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করেন। আর বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এ অগ্নিনির্বাপণ মহড়া উপভোগ করেন।