পার্বতীপুর রেলওয়ে থানা পরিদর্শন করলেন রেলওয়ে পুলিশ প্রধান

দিনাজপুরের রেলওয়ে জংশন খ্যাত পার্বতীপুর রেলওয়ে থানা পরিদর্শন করলেন রেলওয়ে পুলিশ প্রধান ব্যারিস্টার মোঃ জিল্লুর রহমান, ডিআইজি ও অ্যাডিশনাল আইজি (ভারপ্রাপ্ত)। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর রেলওয়ে থানা পরিদর্শন করেন।
পার্বতীপুর রেলওয়ে থানা পরিদর্শনকালে রেলওয়ে পুলিশের প্রধানকে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন । এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোঃ ফারহাদ আহমেদ।
পরিদর্শনকালে রেলওয়ে পুলিশ প্রধান স্টেশনের সার্বিক নিরাপত্তা, যাত্রীসেবা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা, স্টেশনের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
রেলওয়ে পুলিশ প্রধানের পার্বতীপুর রেলওয়ে থানা পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফকরুল ইসলাম।