পঞ্চগড়-২ আসনে হিন্দু ভোটাররই হতে পারে এই আসনের ফ্যাক্টর

পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বাংলাদেশ জাতীয় সংসদের ২ নম্বর ও পঞ্চগড়-২ আসন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে এই আসনে তৎপরতা শুরু করে দিয়েছেন বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। বিএনপি থেকে এই আসনে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।তবে এই আসন থেকে কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাসুদ রানা রিয়াজও মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।
এছাড়া এই আসন থেকে জামায়াতে ইসলামীর সফিউল্লাহ সুফি, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পঞ্চগড় জেলা শাখার সভাপতি অধ্যাপক এমরান আল আমিন, কেন্দ্রীয় জাগপার সহ সভাপতি ও প্রয়াত সফিউল আলম প্রধানের মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান জ্্ুই এই আসনে প্রার্থী হতে পারেন।
এই আসনে আরেকজন শক্তিশালী প্রার্থী জামায়াতের সফিউল্লাহ সুফি। এর আগে তিনি বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। দলীয়ভাবে তাঁর প্রার্থীতা নিশ্চিত হওয়ার পর থেকেই তিনি ব্যাপকভাবে সভা-সমাবেশসহ গণসংযোগ করছেন। এছাড়া এই আসন থেকে নির্বাচনের জন্য ইতোমধ্যে বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পঞ্চগড় জেলা শাখার সভাপতি অধ্যাপক এমরান আল আমিনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে এই আসনে সংখ্যালঘু হিন্দু সম্পদ্রায়ের বিপুল ভোটারকে যারা কাছে টানতে পারবে তারাই এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বোদা উপজেলার প্রধান সমন্বয়কারী শিশির আসাদ ভোট যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দলটির অঙ্গসংগঠন ইসলামী শ্রমিক আান্দোলন পঞ্চগড় প্রার্থী ঘোষণা করা হয়েছে জেলা শাখার সভাপতি কামরুল হাসান প্রধানকে । গণঅধিকার পরিষদ থেকে তার অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমুও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে দলটির জেলা সভাপতি আশরাফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে দলের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার প্রস্তুতি নিচ্ছেন।