শাজাহানপুরে ভূমি অফিস নির্মাণে বাঁধা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানী কাচারী বাড়িতে সরকারি নির্ধারিত স্থানে ভূমি অফিস নির্মাণে বাঁধা ও ষড়যন্ত্রের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার বিকেলে ডেমাজানী কাচারী বাড়ি এলাকায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে অধ্যক্ষ এএইচ এম শফিকুত তারিকের সভাপতিত্বে আবু শাহীন সানি সঞ্চালনায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক অরুণ কুমার সরকার, প্রভাষক মাহাতাব উদ্দিন সন্টু, রফিকুল ইসলাম, কামরুজ্জামান রাজা, আব্দুল্লাহ আইয়ুব ছোটন, ডা. মেহের আলম মিশু, বিপুল মোল্লা, এম. আর. মানিক, জাহিদুল ইসলাম, জহুরুল বিএসসি, সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন টোটন, জামাল উদ্দিন, বাদশা মিয়া, আরিফ সরকার টিয়া, আব্দুর রহিম, হামিদ, রুবেল ও আপেল প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকার অনুমোদিত জায়গায় ভূমি অফিস নির্মাণের প্রক্রিয়া শুরু হলে কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করে কাজটি বন্ধের চেষ্টা করছে। এতে স্থানীয় উন্নয়ন ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ ভূমি–সেবার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারের উন্নয়নমূলক প্রকল্পে বাধা সৃষ্টিকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
জানাযায়, গত ১০ অক্টোবর-২৫ইং সরকারি জায়গায় ডেমাজানী ঐতিহ্যবাহী কাচারী বাড়িতে ভূমি অফিস নির্মাণের জন্য ইতোমধ্যে উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে লে–আউট সম্পন্ন হয়েছে।