সৈয়দপুরে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল চারটার দিকে শহরের নিয়ামতপুর মুন্সিপাড়া এলাকার একটি বাসা থেকে ওই নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় মাদক ব্যবসায়ী হেলাল হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. সাকিব সরকারের নেতৃত্বে সৈয়দপুর শহরের নিয়ামতপুর মুন্সিপাড়ার হেলাল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তার সেমি পাকার বাড়ির শয়নকক্ষে তল্লাশি করে স্টিলের ওয়্যারড্রপের ওপরের ড্রয়ারে স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় দুই প্যাকেটে ২২০ পিস ইয়ারা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায় জড়িত অভিযোগে হেলাল হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। আটক হেলাল হোসেন শহরের উল্লিখিত এলাকার মৃত. হানিফের ছেলে। আর উদ্ধারকৃত ইয়াবার রং কমলা, ওজন ২২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা বলে জানা যায়।
এ ইয়াবা উদ্ধারের ঘটনায় নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপ-পরিদর্শক মো. সাকিব সরকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সৈয়দপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলা নং- ১২, তারিখ: ১৪/১০/২০২৫ইং।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীকে গতকাল বুধবার নীলফামারী আদালতে সোর্পদ করা হয়েছে।