পঞ্চগড়ে ৭ দফা দাবিতে জাগপার মানব বন্ধন

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন, আদেশ জারি ও গণভোট আয়োজন, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দফা দাবিতেপঞ্চগড় জেলা জাতীয় গণতান্ত্রিক পার্টি’ র (জাগপা’র) মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে পঞ্চগড় শেরেবাংলা পার্ক এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, সদর উপজেলা জাগপা সভাপতি আনোয়ারুল ইসলাম,আটোয়ারী উপজেলা জাগপা সাধারণ সম্পাদক বজলুর রহমান, বোদা উপজেলা জাগপা নেতা লুৎফর রহমান, জেলা যুব জাগপা সভাপতি কামরুজ্জামান কুয়েত, সাধারণ সম্পাদক মোকসেদুল আলম, জাগপা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।