কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে বুধবার বগুড়ার কাহালু উপজেলা প্রসাশন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত দিবস/২৫ইং উপলক্ষে এক র্যালী উপজেলা পরিষদ চত্বর হতে বের করা হয়।
উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এনাম আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী প্রভাত কুমার হালদার, উপ-সহকারি প্রকৌশলী কাশফুন নাহার, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মো. মীর কাশিম আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার রায়হাতুন নাহার, কাহালু টেকনিক্যাল এন্ড কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ, কাহালু বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাইসুল ইসলাম. কাহালু মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম শেখ সহ শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। পরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রশিক্ষণ দেওয়া হয়।