নীলফামারী জেলা দলের প্রস্তুতি ম্যাচ সৈয়দপুরে অনুষ্ঠিত

সেপাক টাকরো চ্যাম্পিয়নশীপ -২০২৫ এ অংশগ্রহণের পূর্বে নীলফামারী জেলা দলের এক প্রস্তুতি ম্যাচ সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৫ অক্টোবর) উপজেলার লক্ষণপুর স্কুল ও কলেজের উদ্যোগে কলেজ মাঠে ওই প্রস্তুতি ম্যাচটির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ,মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সাধারণ সম্পাদক ও আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম, অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ্ সরকার, প্রধান শিক্ষক মো. নাজমুল হক খোকন, প্রধান শিক্ষক কাজী মো. রফিকুল ইসলাম, সুপার মাওলানা মো. রফিকুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা। ১২জন বালক ও বালিকা খেলোয়াড়রা সবুজ ও হলুদ দুইটি করে দলে বিভক্ত হয়ে প্রস্তুতি ম্যাচে অংশ নেন।
খেলা পরিচালনা করেন উপজেলার বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো.আব্দুস্ সালাম মন্ডল এবং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন একই শিক্ষা প্রতিষ্ঠানের (বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়) কৃতি সেপাক টাকরো খেলোয়াড় ববি রাণী রায়।
প্রস্তুতি ম্যাচ শেষে বিজয়ী বালক ও বালিকা দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী। এছাড়াও প্রস্তুতি ম্যাচে অংশগ্রহনকারী প্রত্যেক খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়েছে।
উল্লেখ্য, চলতি অক্টোবর মাসের আগামী ২৫ ও ২৬ তারিখে ঢাকায় সেপাক টাকরো চ্যাম্পিয়নশীপ-২০২৫ অনুষ্ঠিত হবে। এতে প্রস্তুতি ম্যাচে অংশ গ্রহনকারী খেলোয়াড়রাই নীলফামারী জেলা দলের হয়ে অংশ নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।