শাজাহানপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস।
দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সাহাবুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফিরোজ আহমেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ চন্দ্র সরকার, আব্দুল ওয়াহেদ।
এছাড়াও মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু, মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথি বলেন “নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ডায়রিয়া, নিউমোনিয়া ও অন্যান্য সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।”
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সঠিকভাবে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।