আদমদীঘিতে জাকের পাটির র্যালি ও সমাবেশ

বগুড়ার আদমদীঘি সদর জাকের পাটির উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৫ অক্টোবর) বিকেলে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আদমদীঘি সদর জাকের পাটির সভাপতি আতাউর রহমান খন্দকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা জাকের পাটির সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুর রশিদ সরদার। আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা জাকের পাটির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সরকার, আদমদীঘি উপজেলা জাকের পাটির সভাপতি খোরশেদ আলম মিঠু, সম্পাদক জামাল বেপারী, দুপচাঁচিয়া উপজেলা জাকের পাটির সভাপতি গোলাম মোস্তফা, কেন্দ্রীয় সেচ্ছাসেবক ফ্রন্টের অর্থ বিষয়ক সম্পাদক আছাদুজ্জমান রবি, বগুড়া জেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী রেহেনা বেগম, রাজশাহি বিভাগীয় ছাত্রী ফ্রন্টের সভানেত্রী মনি খাতুন সিমু, বগুড়া জেলা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাজিউর রহমান দোহা প্রমুখ। পরে একটি র্যালি বিভিন্ন রাস্তা প্রদর্ক্ষিন করে।