বগুড়া-০৪ আসনে গ্রিন সিগনাল পেয়ে নন্দীগ্রামে মোশারফ হোসেনের নিউজ ২৪ সাক্ষাৎকার

বগুড়ার নন্দীগ্রামে বুধবার বিকেল যেন এক উৎসবে পরিণত হয়, প্রিয় নেতা সাবেক এমপি মোশারফ হোসেনের লাইভ ইন্টারভিউ দেখতে হাজার হাজার মানুষ নন্দীগ্রাম বাসস্ট্যান্ড মুগ্ধ চত্বর জুড়ে ঢল নামে। বুধবার (১৫ই অক্টোবর) বিকেল সাড়ে চারটায় নিউজ ২৪ লাইভ অনুষ্ঠানে অংশ নেন বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ আলহাজ্ব মোশারফ হোসেন। টেলিভিশন কর্তৃপক্ষ মূলত ১০০-১৫০ জন উপস্থিতির পরিকল্পনা করেছিল, কিন্তু নিউজ ২৪ লাইভ অনুষ্ঠান হবে সেখানে উপস্থিত থাকবেন জনতার নেতা মোশারফ হোসেন এমন খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই নন্দীগ্রাম উপজেলা বাসস্ট্যান্ড বীরমুগ্ধ চত্বরে নেতাকর্মীরাসহ হাজার হাজার মানুষের ঢল নামে। স্থানীয়রা জানান, ঘোষণা ছাড়াই এমন জনসমাগম আগে কখনো দেখিনি। এটি প্রমাণ করে মোশারফ শুধু একজন নেতাই নন, তিনি কাহালু-নন্দীগ্রামের হৃদয়ের মানুষ। বগুড়া-৪ আসনে গ্রিন সিগনাল পাওয়ার পরপরই নিউজ ২৪ লাইভে সাবেক এমপি মোশারফ হোসেন বলেন, বিগত ১৭টি বছর নানা ধরনের অন্যায় অত্যাচার সহ্য করে দলমত নির্বিশেষে সকলের পাশে ছায়ার মত ছিলাম। আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে কোন নেতাকর্মীর গায়ে একটি ফুলের টোকাও লাগতে দেয়নি। যাদেরকে মিথ্যা ভাবে মামলা হামলা দিয়ে হয়রানি করেছে নিজে জেলখানায় গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছি তাদের পাশে ছিলাম তাদের পরিবারে খোঁজখবর নিয়েছি এখনো আছি ভবিষ্যতেও থাকবো। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার প্রাণপ্রিয় নেতা তারেক রহমান বগুড়া-০৪ আসনে আমাকে গ্রিন সিগনাল দিয়েছে আমি বগুড়া-০৪ আসনটি বিপুল ভোটে জয়যুক্ত করে তারেক রহমানকে উপহার দিতে চাই। বিএনপি জনগণের দল, নন্দীগ্রামের প্রতিটি গ্রামে মানুষ গণতন্ত্র ফেরানোর জন্য তৈরি, আমি জনগণের ভালোবাসায় বিশ্বাস করি, তাদের শক্তিতে আমরা ইনশাআল্লাহ অন্যায়ের অবসান ঘটিয়ে পুরো দেশে জনাব তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করবে। অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা ধানের শীষের স্লোগান দেন। কেউ প্রতিক হাতে তুলে নেন, কেউ শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের প্ল্যাকার্ড নিয়ে। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল সহ বিএনপি অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে লাইভ সম্প্রচার শেষ হয়।