সৈয়দপুরে ছয়টি মাদ্রাসার ফলাফল সন্তোষজনক

সদ্য প্রকাশিত এবারে (২০২৫ সাল) ঢাকা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে নীলফামারীর সৈয়দপুর উপজেলার মাদ্রাসাগুলোর আলিম পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়েছে। আর দুইটি মাদ্রাসা থেকে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি থেকে মোট পরীক্ষার্থী ছিল ১৬৯জন। উত্তীর্ণ হয়েছে ১৩৬জন। এতে উপজেলার মাদ্রাসাগুলোর গড় পাশের হার দাঁড়িয়েছে ৮০.৪৪%।
উপজেলার কামারপুকুর ইউনিয়নে অবস্থিত আইসঢাল খিয়ারপাড়া আলিম এন্ড ভোকেশনাল মাদ্রাসা থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল নয়জন। পাশ করেছে সবাই। পাশের হার শতভাগ। বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা থেকে সাতজন পরীক্ষার সকলেই পাশ করেছে। পাশের হার শতভাগ। বোতলাগাড়ী ইউনিয়নের শ^াষকান্দর সিনিয়র আলিম মাদ্রাসা থেকে পরীক্ষা ছিল ১৮জন। পাশ করেছে ১৭জন। পাশের হার দাঁড়িয়েছে ৯৪.৪৪%। কাশিরাম বেলপুকুর ইউনিয়নে অবস্থিত চাপড়া কাশিরাম আলিম মাদ্রাসার নয়জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে আটজন। পাশের শতকরা হার ৮৮.৮৮ ভাগ।
বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদ্রাসার পরীক্ষার্থী ছিল ১১৩জন। উত্তীর্ণ হয়েছে ৮৬জন। পাশের হার ৭৬.১০%।
কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার ১৩জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯জন। ফলে এ মাদ্রাসার পাশের হার দাঁড়িয়েছে ৬৯.২৩%।
আইসঢাল খিয়ারপাড়া আলিম এন্ড ভোকেশনাল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আফজাল -বিন- নাজির জানান, তাঁর প্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উপজেলার অন্যান্য মাদ্রাসাগুলোর ফলাফলও সন্তোষজনক।