মধ্যপাড়া বাজারে বাড়ীঘর ভাংচুর ও মারপিট

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বাজার এলাকার অসহায় দিনমজুর মৃত্যু সেতন শেখ এর পুত্র শাহাদত হোসেন (৫০) এর বাড়ী ভাংচুর ও মারপিট করেন প্রতিপক্ষরা। মারপিটের ঘটনায় শাহাদত হোসেন এর স্ত্রী রাহেলা বেগম মারাত্বক ভাবে আহত হন। দীর্ঘ ৪০ বছর ধরে শাহাদত হোসেন ঐ জায়গায় পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। হঠাৎ করে হরিরামপুর ইউপির রসুলপুর গ্রামের মোঃ হাসিনুর (৪০) পিতা মৃত্যু আব্দুল হাই (৫০), মোঃ তরিকুল (৩০), মোঃ সাদিকুল (২৮), পিতা মৃত্যু জবেদ গংরা গত ১৬/১০/২০২৫ইং তারিখে সকাল সাড়ে ৭টায় লাঠি শোটা নিয়ে শাহাদত হোসেন এর বাড়ীতে ঢুকে বাড়ী ভাংচুর করতে থাকে। এতে তার স্ত্রী মোছাঃ রাহেলা বেগম ও কন্যা মোছাঃ জয়নব বাঁধা দিতে গেলে তাদেরকে বেধম মারপিট করে আহত করেন। এতে রাহেলা বেগম এর মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুত্বর আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনায় রাহেলা বেগম এর স্বামী শাহাদত হোসেন বলেন, প্রতিপক্ষরা আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি প্রদান করেন এবং আমার বাড়ী ভাংচুর করায় প্রায় ৩লক্ষ টাকার ক্ষতিসাধন করেন। আমি উক্ত বিষয়টি আমাদের ১০নং হরিরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোজাহিদুল ইসলাম সোহাগ কে বিষয়টি অবগত করি। আমি তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করছি।