শাজাহানপুরে সোনাকানিয়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়ার শাজাহানপুর উপজেলার সোনাকানিয়া যুব সমাজের উদ্যোগে নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান (ভারঃ) আবুল বাশার।
আড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহসিন আলী,সাবেক সিনিয়র আহ্বায়ক রেজাউল মোস্তফা ফরহাদ, আড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আজিজুল হক, সহ-সভাপতি বজলুর রশিদ,স্বেচ্ছাসেবক দলের নেতা সাধারণ আব্দুর রাজ্জাক,নজিবুর, বিএনপি নেতা হেলাল,রেজাউল হক সহ আরও অনেকে।
উদ্বোধনী খেলায় জামুন্না স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে নওদাপাড়া স্পোর্টিং ক্লাবকে ৩–২ গোলে হারিয়ে বিজয় অর্জন করে।
সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া
১২ মে, ২০১৯
১৪ মে, ২০১৯
১৪ মে, ২০১৯