দিনাজপুর শিক্ষা বোর্ডের সেরা দশে সৈয়দপুরের দুইটি কলেজ

গত বৃহস্পতিবার প্রকাশিত এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের সেরা দশটি কলেজের মধ্যে নীলফামারীর সৈয়দপুর উপজেলার দুইটি কলেজ রয়েছে। এর মধ্যে কলেজ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অবস্থান দ্বিতীয় এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অবস্থান চতুর্থ ।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে সেরা দশটি কলেজের মধ্যে শিক্ষানগরী হিসেবে পরিচিত নীলফামারীর সৈয়দপুর শহরের দুইটি স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে। এর মধ্যে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অবস্থান দ্বিতীয় এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অবস্থান চতুর্থ।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী সংখ্যা ছিল ২৯৭জন। পাশ করেছে সবাই। পাশের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ২৭০জন।
অন্যদিকে, সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে মোট পরীক্ষার্থী ছিল ৪৯৩জন। তিনটি বিভাগের উল্লিখিত সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ৪৯১জন। পাশের হার ৯৯.৫৯%। আর জিপিএ-৫ পেয়েছে ৩৪৪ জন। তন্মধ্যে বিজ্ঞান বিভাগে ৩০৫ জন, মানবিক বিভাগে ৩১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৮ জন।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ জানান, বরাবরে তাঁর প্রতিষ্ঠানটি এইচএসসি ও এসএসসি পরীক্ষায় শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে থাকে। এবারও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা শতভাগ সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। সেই সঙ্গে দিনাজপুর শিক্ষা বোর্ডে সেরা দশে দ্বিতীয় স্থানে রয়েছে।