বেগুন চাষে লাভবান পঞ্চগড়ের কৃষক আবছার

সদর উপজেলার সাহাজীপাড়া গ্রামের বেগুন চাষী আবছার আলী । পঞ্চাশ হাজার টাকা বাৎসরিক চুক্তিতে তিনি ৮৬ শতক জমি একজনের কাছ থেকে ভাড়া নিয়ে গত বছর ৬৬ শতক (দুই বিঘা) জমিতে লাল তীর এর হাই ব্রিড জাতের বেগুন পার্পল কিং ও ২০ শতক জমিতে লাউ আবাদ করে ৩ লক্ষ ৫০ হাজার টাকায় বিক্রি করেছেন। সব মিলিয়ে প্রায় ২ লক্ষ টাকা খরচ হয়েছিল। খরচ বাদে লাভ হয়েছিল ১ লক্ষ ৫০ হাজার টাকা। একই জমিতে তিনি এবার বসুন্ধরা হাইব্রিড
বেগুন চাষ করে ১লক্ষ ৫০ হাজার টাকার বিক্রি করেছেন। বর্তমানে জমিতে যেগুলো আছে সেগুলো ৫০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন।
আবছার আলী বলেন, এবার বীজ ভালো নয়। বীজ ভালো হলে ৩-৪ লাখ টাকার বেগুন বিক্রি করতে পারতাম।
আগে প্রতিমন বেগুন ১৪০০ থেকে ১৫০০টাকা দরে বিক্রি হতো। বর্তমানে ১৮০০থেকে ২০০০ মন। আজ ২০০০ টাকা মন দরে বিক্রি করলাম।
বেগুনে ফোড়া পোকা ও ভাইরাসের আক্রমণ হয়।
এজন্য সার প্রয়োগের পাশাপাশি কীটনাশকের ব্যবহার বেশি করতে হয়। গরম বেশি হলে তিন চার দিন পর পর কীটনাশক প্রয়োগ করতে হয়। ঠান্ডা হলে সাত দিন পরপর কীটনাশক প্রয়োগ করতে হয়।
ঝলই শালশিরি ইউনিয়নের কাজি পারা থেকে বেগুন কিনতে এসেছেন ব্যবসায়ী কমল। তিনি বলেন, আমি কৃষকদের ক্ষেত থেকে বেগুন কিনে ক্যারেটে ভরে রংপুরে পাঠাই। এতে কৃষকদের পরিবহন খরচ নাই বললেই চলে এবং আমিও লাভবান হই।
মোতালেব নামে এক ব্যবসায়ী বলেন,
আমরা ফরিয়াদের কাছে মন হিসেবে বেগুন কিনে ট্রাকে করে যাত্রাবাড়ী কাওরান বাজারসহ দেশের বিভিন্ন জায়গায় পাঠাই। তিনি আরও বলেন যদি পরিবহন খরচ কম হয় তাহলে লাভ বেশি হয় আর পরিবহন খরচ বেশি হলে লাভ কম হয়।
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম বলেন, ২০২৫- ২০২৬ (খরিপ-২)
মৌসুমে পঞ্চগড় জেলায় শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৮৮০ হেক্টর। অর্জন হয়েছে ১৯০৫ হেক্টর। এ পর্যন্ত কর্তন ৮১০ হেক্টর। বেগুন এর মধ্যে একটি অন্যতম উচ্চমূল্যের সবজি। কৃষকরা বাজারে দাম ভালো পাওয়ায় তারা বেগুন আবাদে আগ্রহী হচ্ছে। কৃষি বিভাগ বেগুন চাষীদের উৎপাদন বৃদ্ধিতে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে। বিশেষ করে বেগুন চাষে আইপিএম পদ্ধতি অনুসরণ করে বেগুন চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।