ফুলবাড়ীতে পীরত্তোর সম্পত্তি ব্যক্তি স্বার্থে ব্যবহার করার প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির অ¤্রবাড়ী গ্রামে পীরত্তোর সম্পতি জনসাধারণের ব্যবহারের কথা কাগজপত্রে উল্লেখ্য থাকলেও ব্যক্তি স্বার্থে তা ব্যবহার করা হচ্ছে। উক্ত সম্পত্তি ব্যক্তি স্বার্থে ব্যবহার করার কারণে এলাকাবাসী গতকাল রবিবার সকাল ১১টায় মানববন্ধন করেন। মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে মোঃ মনির হোসেন ও মাহাবুবুর রহমান বলেন, ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির অ¤্রবাড়ী গ্রামে পীরত্তোর মিরামন এর ৫ একর ২৮ শতক ও অন্য দাগে ১৬ শতক জমি দীর্ঘ ৪৫ বছর ধরে একই গ্রামের পীরত্তোর মীরামন সাহেব গ্রাম্য মুসলিম জনসাধারণের পক্ষে জীম্মাদার আব্বাস আলী মন্ডল, আফতার আলী মন্ডল, জালাল উদ্দীন মন্ডল নামে রেকড ভূক্ত রহিয়াছে।
বর্তমান জিম্মাদার আব্বাস আলী মন্ডল, আফতার আলী মন্ডল, আফতার উদ্দীন মন্ডল, জালাল উদ্দীন মন্ডল নামে আব্বাস আলী মন্ডল এর ওয়ারিশ আলি আজগর মন্ডল, আহম্মেদ আলী মন্ডল, আজগর আলী মন্ডল এবং এরশাদ আলী তারা অ¤্রবাড়ী মৌজার পীরত্তোর সম্পত্তি ভোগদখল করে রেখেছেন। গ্রামবাসীরা ঐ সম্পত্তি ব্যবহার করতে পারছে না। এই ঘটনায় মানববন্ধন শেষে গতকাল রবিবার গ্রামবাসী গণস্বাক্ষর দিয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। মানববন্ধনে এলাকার ৫ শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন।