শাজাহানপুরে ৪ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকদ্রব্য মাদক (গাজা) সেবনের দায়ে চার মাদকসেবীকে ৪ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে দুলাগাড়ি বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসী জুথি।
এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক নাসির হোসেন ও তার টিম।
ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়। আটকরা অপরাধ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেন এবং পুনরায় মাদক সেবন না করার অঙ্গীকার করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসী উর্মি বলেন, “অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে এরূপ কাজ হতে বিরত থাকার জন্য তাদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”