বগুড়ায় সার্জিস আলমের সভাস্থল লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ: প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ এনসিপির

বগুড়ায় এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের সাথে নেতৃবৃন্দদের সমন্বয়সভা চলাকালীন জেলা পরিষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে যাতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায় সোমবার বিকেলে এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে এনসিপি নেতৃবৃন্দ।
সরেজমিনে দেখা যায়, এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমকে ঘিরে নেতৃবৃন্দরা যখন মিলনায়তনে ব্যস্ত সমন্বয় সভা নিয়ে তখন পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সভাকক্ষের বাইরে। যে ঘটনায় এই মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে চারদিকে। জানা যায়, সোমবার জয়পুরহাট সফর শেষে সার্জিস আলম বগুড়ায় দুপুর আনুমানিক তিনটায় শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে প্রথমে উদ্বোধন করেন এনসিপির অস্থায়ী কার্যালয়। এ সময় এনসিপির আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে কথাও বলেন তিনি। এর পরপরই জেলা পরিষদ মিলনায়তনে নেতৃবৃন্দদের নিয়ে সমন্বয় সভায় যোগ দেন সার্জিস যেখানে সীমাবদ্ধ রাখা হয়েছিল সাংবাদিকের প্রবেশাধিকার। নেতৃবৃন্দ জানান সভা শুরুর ১০ মিনিটের মাথাতেই জেলা পরিষদের ভবনের ছাদ থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয় যার মাঝে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এনসিপি নেতৃবৃন্দদের অভিযোগ স্থানীয় প্রশাসনের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণেই এই ঘটনা ঘটেছে। আর সভা শেষে সার্জিস আলম দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
ঘটনার পরপরই জেলা পরিষদ প্রাঙ্গনে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছে ডিবি ও সিআইডি। ঘিরে রাখা হয়েছে ককটেল বিস্ফোরণের স্থান।
হামলার ঘটনায় বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির বলেন, জেলা পরিষদের ভবনের ছাদ ককটেল নিক্ষেপ করলে তার মাঝে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। ইতিমধ্যেই পুলিশের একাধি টিম এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে ঘটনার পর পরই জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শহরে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতৃবৃন্দ। দাবি জানান দ্রুত জড়িতদের গ্রেপ্তারের।
এর আগে শহরের আলতাফুন্নেচ্ছা খেলার মাঠে এনসিপি বগুড়ার অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সার্জিস আলম বলেন, আগামীতে আওয়ামী লীগ এবং আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি বা জামায়াত কেউই এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না। আগামীর বাংলাদেশের সংসদে তরুণরা প্রতিনিধিত্ব না করলে বাংলাদেশের গতানুগতিক কালচার পরিবর্তন সম্ভব নয়। এজন্য সংগঠনকে শক্তিশালী করতে দ্রুততম সময়ে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এ সময় আগামী নির্বাচন নিয়ে সার্জিস বলেন, আগামীর নির্বাচন কবে, কিভাবে হবে সেটা নির্বাচন কমিশন নয় ঠিক করবে বাংলাদেশের জনগণ। বিচার ও সংস্কার ছাড়া আগামীর বাংলাদেশ পুনর্গঠন সম্ভব নয়। প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারিতা শুরু হয়েছে তাতে আগামী নির্বাচনে এই কমিশনের উপর এনসিপি কখনোই আস্থা রাখবে না। এসময় সার্জিস আলম দেশের চলমান শিক্ষা ও স্বাস্থ্য খাতের দুর্নীতির নানা চিত্র আলোকপাত করে দুর্নীতির বিরুদ্ধে তরুণদের আবারও আন্দোলনে নামার কথা বলেন।