জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কাহালুতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস/২৫ইং উপলক্ষে র্যালী ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীব, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মো. আব্দুল মালেক, উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, উপজেলা আনসার ও ভিডিবি অফিসার সাজ্জাদ হোসেন, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার, কাহালু মডেল প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিনিয়র সাংবাদিক আলহাজ্ব আব্দুল হান্নান, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম শেখ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও কাহালু মডেল প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিনিয়র সাংবাদিক আলহাজ্ব আব্দুল হান্নান, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম শেখ সহ নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
র্যালী শেষে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীব।