শাজাহানপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র্যালি ও আলোচনা সভা
.jpg)
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুর উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে মিলিত হয়।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রইছ উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সাহাবুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসেম আলী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন,তথ্য আপা আফছানা, নিরাপদ সড়ক চাই শাজাহানপুর শাখার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আনছার আলী, সহ সাধারণ সম্পাদক আব্দুস সোবহান,প্রচার সম্পাদক বাবলু মন্ডল সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোঃ তাইফুর রহমান বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতিতে যানবাহন চালালে দুর্ঘটনা ও প্রাণহানি অনেকাংশে রোধ করা সম্ভব।”