বিরামপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবদল নেতাকে বহিস্কার

বিরামপুর উপজেলার প্রবাস ফেরত এক নারীকে (৩৫) ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা ও অভিযুক্ত রাজু আহমেদকে (৩৮) গ্রেফতারের পর যুবদলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে বহিস্কারাদেশ প্রদান করা হয়েছে। অভিযুক্ত রাজু আহমেদ বিরামপুর পৌর এলাকার পূর্বপাড়া মহল্লার শাহজাহান আলীর ছেলে এবং যুব দল বিরামপুর পৌর শাখার যুগ্ম আহবায়ক ছিলেন। বুধবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়।
গত মঙ্গলবার সকালে প্রবাস ফেরত এক নারীকে বাড়িতে একা পেয়ে রাজু আহমেদ ঐ নারীকে ধর্ষনের চেষ্টা করার অভিযোগে ভুক্তভোগী নারী বাদী হয়ে বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিরামপুর থানা পুলিশ পৌর শহরের অবসর এলাকা থেকে রাজু আহমেদকে গ্রেফতার করে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক রাজু আহমেদের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। বুধবার রাজু আহমেদকে গ্রেপ্তার করে দিনাজপুর আদালতে সোপর্দ করা হলে বিচারক রাজুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বহিষ্কারাদেশে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে দিনাজপুরের বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক রাজু আহমেদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা কর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে বিরামপুর পৌর যুবদলের আহŸায়ক তসলিম উদ্দিন মÐল বলেন, ধর্ষণ চেষ্টার মামলায় বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক রাজু আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।