কাহালু উপজেলা জাতীয় পার্টির উদ্দ্যেগে উপজেলা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা জাপার দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর জাতীয় পার্টির যৌথ উদ্দ্যেগে উপজেলা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাহফুজার রহমান।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহীন মোস্তফা কামাল ফারুক।
কাহালু উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জাতীয় পার্টির কার্যকরী সদস্য মো. আব্দুল মতিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু পৌর জাতীয় পার্টির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক স্বপন মল্লিক, জাপানেতা আব্দুল বাতেন, ফেরদৌস আলী, ইছাহক, দরবেশ মামুন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি খলিলুর রহমান সহ উপজেলা ও পৌর জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে কাহালু সাগাটিয়া বায়তুল জামে মসজিদে উপজেলা শ্রমিক পার্টির সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের মৃত্যুবরণ কারী সকলের আতœার মাফফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিতহয়।
(উল্লেখ্য যে, গত ১৯৯১ সালে বিএনপির সরকার ক্ষমতায় আসার পর ২৩ অক্টোবর উপজেলা পরিষদ বাতিল করেছেলিন। তারপর থেকে জাতীয় পার্টি ওই দিন উপজেলা দিবস হিসেবে পালন করে আসছেন)।