আদমদীঘিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংর্ঘষ \ আহত-১৬

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু‘পক্ষের সংর্ঘষে অন্তত: ১৬জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে শহিদুল ইসলাম, ওমান আলী, আবু বক্করকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর ও দেলোয়ার হোসেন, আজাদুল ইসলাম, মুসা, বাবু প্রাং, সাদ্দাম, রিয়ন, খায়রুল ইসলাম, রাশেদ ও আব্দুর রাজ্জাককে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। গত বুধবার দুপুরে আদমদীঘি উপজেলার মুরাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানা গেছে।
জানা যায়, আদমদীঘি উপজেলার মুরাদপুর গ্রামের রুহুল আমিন ও আবু বক্করের মধ্যে বিরোধ চলছিল দীর্ঘ দিন থেকে। মুরাদপুর গ্রামের রুহুল আমিনের ছোট ভাই রাশেদ আলী নামের এক ব্যক্তি তার পুকুরে সেচ দিয়ে মাছ ধরার পর শুকনো পুকুরের কাদাতে ছোট ছেলে মেয়েরা মাছ ধরছিল। এ নিয়ে উল্লেখিত রুহুল আমিন ও আবু বক্করের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে দু’পক্ষ লাঠি সোডা সজ্জিত হয়ে সংর্ঘষে লিপ্ত হয়। সংঘর্ষের এক পর্যায়ে ওই গ্রামের পূর্বপাড়ায় রাস্তায় রুহল আমিনের দেয়া বাঁশের খুঁটির বেড়া উপড়ে ফেলে দেয় আবু বক্করের লোকজন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষে কমপক্ষে ১৬জন আহত হয়। আদমদীঘির থানার উপ- পরিদর্শক ফেরদৌস আলী সংর্ঘষের ঘটনা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযাগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।