শাজাহানপুরে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল’-এ নগর অল স্টার ক্লাবের জয়
বগুড়ার শাজাহানপুরে মারিয়া যুব কল্যাণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচটি শুক্রবার বিকেলে মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
টাইব্রেকারে কুলক্যাট বিপনী বিতানকে ৪-৩ গোলে পরাজিত করে নগর অল স্টার ক্লাব বিজয়ী হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান।উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও মারিয়া যুব কল্যাণ সংঘের সভাপতি বাদশা সরকার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তমেজ উদ্দিন,আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, ব্যবসায়ী শাহাদত হোসেন, আমিনুর রহমান জোয়ারদার, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রহমত আলী।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মারিয়া যুব কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক শাহ্ আলী খন্দকার ও সহ-সভাপতি রফিকুল ইসলাম।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ