সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষকের বিরুদ্ধে গ্যারেজ মিস্ত্রীকে মারধর টাকা ছিনতাইয়ের অভিযোগ
দিনাজপুর জেলার ফুলবাড়ী পৌর শহরের সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক নবীউল ইসলামের বিরুদ্ধে মটরসাইকেল বিক্রয়ের কাগজপত্র কেন্দ্র করে লোকজন নিয়ে গিয়ে গ্যারেজে হামলা ও গ্যারেজ মিস্ত্রীকে মারধর করে কাগজপত্র খোঁজার নাম করে গ্যারেজের ক্যাশ বাক্স ভেঙ্গে ৮৩ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
ফুলবাড়ী থানার অভিযোগ সুত্রে জানা গেছে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে একটি মটরসাইকেল গ্যারেজ দিয়ে দীর্ঘদিন ধরে পুরাতন মটরসাইকেল ক্রয়বিক্রয় ও সার্ভিসিং করে আসছেন জুয়েল হোসেন এরই প্রেক্ষিতে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক মোঃ নবীউল ইসলাম তাঁর একটি ব্যবহারিত ঐবৎড়. মটরসাইকেল যাহার ইঞ্জিন নং ঐঅরষঊলশ৯ভ০০৭২৩.চেচিস নং চঝরঐঅজ২৬৬শঔভ০১৯৪২ নাম্বারের মটরসাইকেল টি জুয়েল হোসেনের নিকট নিয়ে আসে মাধ্যম হয়ে বিক্রয় করে দেয়ার জন্য এবং মাধ্যম হয়ে ক্রেতা মোঃ সাব্বির হোসেনের নিকট জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে নগত ৮০ হাজার টাকা দিয়ে বিক্রয় করে জুয়েল হোসেন বিক্রেতা শিক্ষক মোঃ নবীউল ইসলামের হাতে সমুদয় টাকা বুঝিয়ে দেয় মাধ্যম হিসেবে জুয়েল হোসেনের পারিশ্রমিক ক্রেতা বিক্রেতা ১ হাজার করে টাকা দেয়ার প্রতিশ্রুতি থাকলেও বিক্রেতা শিক্ষক মোঃ নবীউল ইসলাম না দিয়ে তালবাহানা করে চলে যান এরপর বেশ কিছুদিন পর শিক্ষক নবিউল ইসলাম এসে মটরসাইকেল বিক্রয়ের স্টাম্পের কপি চায়লে জুয়েল হোসেন তাঁর মাধ্যমের পারিশ্রমিকের ১ হাজার টাকা চাইলে এরপরই শিক্ষক মোঃ নবীউল ইসলাম পারিশ্রমিকের টাকা না দিয়ে অকাথ্য ভাষায় গালিগালাজ করে চলে যান এবং গত ২৩/১০/২৫/তারিখ সন্ধ্যা সাড়ে ৭ টায় শিক্ষক মোঃ নবীউল ইসলাম কয়েকজন উগ্রমেজাজের লোকজন নিয়ে এসে জুয়েল হোসেনের গ্যারেজে হামলা ভাংচুর এবং বসার টুল দিয়ে জুয়েল হোসেনকে মারধর করে মটরসাইকেলের স্টাম্প খোঁজার নাম করে গ্যারেজের ক্যাশ বাক্স ভেঙ্গে মটরসাইকেল বেচার ৮৩ হাজার ৫ শত টাকা নিয়ে চলে যান এ সময় স্থানীয় লোকজন এসে যানতে চাইলে শিক্ষক মোঃ নবীউল ইসলাম ও তাঁর লোকজন জুয়েল হোসেনকে মারধর হত্যা সহ দোকান উচ্ছেদের হুমকি দিয়ে চলে যান।
এই ঘটনায় জুয়েল হোসেন বাদি হয়ে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক ১/মোঃ নবীউল ইসলাম ২/মোঃ বিপ্লব সহ অজ্ঞাত ৪.৫.জনকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার এস আই ফরিদুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি