প্লাটিনাম সদস্য আলাল বিপিসি এর পক্ষে এক্সিলেন্স অ্যাওয়ার্ড তুলে দেন ইয়ুথ কয়্যারের টিপুকে
সম্প্রতি রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলের হলরুমে বগুড়ার পেশাজীবীদের অন্যতম মর্যাদাপূর্ণ সংগঠন 'বগুড়া প্রফেশনালস ক্লাব (বিপিসি)' আয়োজিত 'বিপিসি নেটওয়ার্কিং ফেস্টিভাল' অনুষ্ঠিত হয়। ফেস্টিভালে শিল্প, সংস্কৃতি, গবেষণা, উদ্যোক্তা, ব্যবসা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৮ গুণীজনকে 'বিপিসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড' প্রদান করা হয়৷ গুণীজনদের মধ্যে অনুপস্থিত বগুড়া ইয়ুথ কয়্যারের প্রতিষ্ঠাতা তৌফিকুল আলম টিপুর এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও উত্তরীয় গ্রহণ করেন আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল।
পরবর্তীতে বগুড়ায় ফিরে রবিবার বিপিসির পক্ষে এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও উত্তরীয় আনুষ্ঠানিকভাবে টিপুর হাতে তুলে দেন।
সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, উদ্যোক্তা, চিকিৎসক, প্রকৌশলী ও বিভিন্ন পেশার সদস্যদের অংশগ্রহণে জমজমাট এই উৎসবে এক প্রাণবন্ত মিলনমেলার আবহ সৃষ্টি হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ৮ গুণীজনের মধ্যে উপস্থিত হাসান আলী আলাল এত কম বয়সে মানবিক কাজের মাধ্যমে মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। স্থানীয় প্রেক্ষাপটে তিনি সর্বজন শ্রদ্ধেয়, গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী ও ক্রীড়া সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি হিসেবে সর্বজন স্বীকৃত। তিনি ক্রীড়া উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। মানবতার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি অবিরত দ্বীন-দুঃখী ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে সমাজকে আলোকিত করে চলেছেন।
অসহায় মানুষকে সাহায্য প্রদান, চোখের দৃষ্টি ফেরানোর ব্যবস্থা, গরীব শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব, ছিন্নমূলদের মাঝে প্রতিরাতে খাবার বিতরণ, গাছ বিতরণ, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানামুখী সেবামূলক উদ্যোগের মাধ্যমে তিনি সমাজে ইতিবাচক পরিবর্তন আনছেন। তাঁর এসব কর্মকাণ্ডে সমাজ তথা জাতি আলোকিত হচ্ছে।
পুরস্কার গ্রহণের পর টিপু বলেন, এই অ্যাওয়ার্ডটি শুধু আমার নয়, ইয়ুথ কয়্যারের প্রতিটি সদস্যের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি। এই সম্মান আমাকে আগামী দিনে আরও অনুপ্রেরণা জোগাবে।
বগুড়া ইয়ুথ কয়্যার শুধু একটি সাংস্কৃতিক সংগঠনের নাম নয়, এটি বগুড়াবাসীর আবেগ। নাটক, গান, কোরিওগ্রাফি এবং সমাজ সচেতন বার্তা দিয়ে কয়েক দশক ধরে আঞ্চলিক সংস্কৃতির আলো ছড়িয়ে আসছে সংগঠনটি।
আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল বলেন, ইয়ুথ কয়্যার বগুড়াকে সারাবিশ্বে পরিচিতি ঘটিয়েছে। বগুড়ার কৃষ্টি-কালচার, সংস্কৃতি- ঐতিহ্যকে আত্মস্থ করতে সক্ষম হয়েছে বগুড়া ইয়ুথ কয়্যার। সংগঠনটি আঞ্চলিক ভাষা ও কথ্য ভাষাকে মর্যাদা দিয়েছে, পাশাপাশি বগুড়ার ঐতিহ্যকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে। তাদের ভূমিকা সত্যিই অনস্বীকার্য। নাটক, গান, কোরিওগ্রাফি এবং সমাজ সচেতন বার্তা দিয়ে কয়েক দশক ধরে আঞ্চলিক সংস্কৃতির আলো ছড়িয়ে আসছে সংগঠনটি। ইয়ুথ কয়্যার শুধু আঞ্চলিক ভাষাকেই স্বীকৃতি দেয় নি, স্বীকৃতি দিয়েছে বগুড়ার ঐতিহ্যকে। এছাড়া বগুড়ার প্রাণচঞ্চল মানুষ, শিক্ষিত সমাজ ও উদ্যমী তরুণদের নিজ নিজ পেশার উৎকর্ষের পাশাপাশি সমাজের কল্যাণে একত্রে কাজ করার লক্ষ্যে গঠিত বিপিসি। বিপিসি বগুড়ার পেশাজীবী সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্লাবটি রক্তদান, বৃক্ষরোপণ, শিক্ষাবৃত্তি, স্বাস্থ্যসেবা, দুর্যোগ প্রতিরোধ ও সচেতনতামূলক কর্মসূচি সহ অসংখ্য মানবিক কার্যক্রম পরিচালনা করছে। রাজধানীতে প্রতিষ্ঠিত এই ক্লাব ইতোমধ্যে বগুড়াকে সারাদেশে একটি উল্লেখযোগ্য জেলা হিসেবে পরিচিত করার পাশাপাশি বগুড়ার শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে অবদান রাখছে।

নিজস্ব প্রতিবেদক