বগুড়া সেউজগাড়িতে যুবককে কুপিয়ে হত্যা, আহত ১
বগুড়ায় হাবিবুর রহমান খোকন (৩৫) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে আটটার দিকে শহরের সেউজগাড়ী ইসকন মন্দির সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খোকন শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হামলায় আহত বাঁধন নামে আরও এক যুবক চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, সোমবার রাতে ইসকন মন্দিরের সামনে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। তাঁরা দেখেন, অন্ধকারে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে খোকনকে উপর্যপুরি আঘাত করছিল। খবর পেয়ে খোকনকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একটি হিরো কোম্পানির হাং মডেল (নম্বর: বগুড়া-ল ১২-৭০১২) ও অন্যটি বাজাজ পালসার এনএস (নম্বর: ঢাকা মেট্রো-ল ৪৩-৭৪৫৭)।
এ প্রসঙ্গে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির জানান, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

সঞ্জু রায়, বগুড়া: