পার্বতীপুরে ২৮ শে অক্টোবর লগি-বৈঠার নির্মম নারকীয় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন-বায়তুল মোকাররম এলাকায় লগি-বৈঠার নির্মম নারকীয় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখা।
আজ ২৮ শে অক্টোবর সকাল ১০ টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা মোড় হয়ে আবার কেন্দ্রীয় বাস টার্মিনাল এসে সমাবেশে করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে করেন।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন পার্বতীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ( সাবেক ) দিনাজপুর জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন ( দিনাজপুর-৫ আসনের মনোনিত এমপি ), বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা আমির ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি যুব সভাপতি গোলাম মুক্তাদী মুন্না, নায়েবে আমির রেজাউর রহমান মোল্লা, পার্বতীপুর পৌর শাখার আমির খন্দকার আশরাফুল আলম পৌর বায়তুল মাল সেক্রেটারি তৌহিদুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইদুজ্জামান, শ্রমিকল্যাণ ফেডারেশনের সভাপতি ওসমান আলী, উপজেলা জামায়াতের ইসলামী ও ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যান ফেডারেশন, উপজেলা যুব বিভাগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন আওয়ামী লীগ একদলীয় শাসনের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই সেদিন রাজপথে তাণ্ডব চালায় রাজপথে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার পর সেই লাশের ওপর নৃত্যের ঘটনাটি দেশের ইতিহাসে একটি অন্যতম নৃশংস ঘটনা। ২৮ অক্টোবরে লগি-বৈঠা দিয়ে নির্মম নারকীয় গণহত্যার আওয়ামী লীগের স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। রক্তাক্ত ২৮ অক্টোবর রাজনীতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় ।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ