সাপাহারে বসত ভিটা জবর দখলের অভিযোগ
নওগাঁর সাপাহারে জোরপূর্বক বসতভিটা জবরদখল এর অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২৫ অক্টোবর সকালে উপজেলার তাঁতইর গ্রামে। এ বিষয়ে সাপাহার থানায় আপন ভাই ও ভাতিজার বিরুদ্ধে জোরপূর্বক বসতভিটা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে অভিযোগ দায়ের করেছেন আপন ভাই তাঁতইর গ্রামের মৃত্যু আব্দুল গফুর মন্ডলের ছেলে ইলিয়াস আলী (৫৭)
থানার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর শনিবার সকালে ভুক্তভোগীর আপন ভাই তিলনে বসবাসরত মুজাফফর রহমান ও তার পুত্র দেলোয়ার হোসেন, স্ত্রী সুফিয়া বেগম অনেকগুলো দুর্দান্ত লোকজন নিয়ে এসে তার বাড়ির সংলগ্ন ৫৬৪ দাগে বসতভিটা জবর দখল করে স্থাপনা তৈরি করতে থাকে এ সময় তারা বাধা দিলে ভুক্তভোগী পরিবারের অনেক কয়জনকে এলোপাতাড়ি মারধর করে স্থাপনা তৈরি করতে থাকে এ বিষয়ে ইলিয়াস আলী তাৎক্ষণিক বাদী হয়ে সাপাহার থানায় অভিযোগ দাখিল করেছে। উক্ত সম্পত্তির উপর আদালতে বাটোয়ারা মামলা চালু রয়েছে।
এ বিষয়ে মুজাফফর রহমানের পুত্র দেলোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান আমরা কোন জবাব দখল করতেছি না এটি আমার বাবার প্রাপ্ত সম্পত্তি আমার চাচা যদি কাগজ মোতাবেক পেয়ে থাকেন আমরা ছেড়ে দিতে বাধ্য থাকব।
এ বিষয়ে সাপাহার থানা পুলিশ জানিয়েছে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: