কাহালু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক মাসিক সভা অনুষ্ঠিত হয়।
মাসিক সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব।
উক্ত সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জ্নাম চৌধুরী, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মীর মো. কাশিম আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানম, উপজেলা আইসিটি অফিসার শাহরিয়ার ছিদ্দিক, বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, দৃর্গাপুর ইউ পি চেয়ারম্যান শাহ মাসুদ হাসান রঞ্জু, মালঞ্চা ইউ পি চেয়ারম্যান নেছার উদ্দিন, কালাই ইউ পি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, কাহালু সরকারি কলেজের প্রভাষক পি এম মাকছুদুর রহমান, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলী শেখ, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন সহ উপজেলা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ