পোরশায় ট্রাক্টরের চাপায় স্কুলছাত্রের মৃত্যু
নওগাঁর পোরশায় নিতপুর কাপালীর মোড়ে মাটি বোঝাই ট্রাক্টরের চাপায় হাবিবুর রহমান (৯) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। হাবিবুর নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ও নিতপুর ইউনিয়নের গোপিনাতপুর গ্রামের সামাদের ছেলে।
জানা গেছে, হাবিবুর দুপুরে টিফিন খাওয়ার জন্য বাড়ি যাচ্ছিল। এসময় স্থানীয় একটি ইট ভাঁটাগামী দ্রুত গতির মাটি বোঝাই ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :