শেরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে করতোয়ায় পোনা মাছ অবমুক্ত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে ব্যতিক্রমী ও সৃষ্টিশীল আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে পৌর শহরের উত্তর সাহাপাড়া কালি ঘাট এলাকায় করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই প্রতীকী উদ্যোগ ছিলো যুবদলের তরুণ শক্তির সুদৃঢ় প্রকাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, যুগ্ম আহ্বায়ক সবাইদুল ইসলাম ও আবু রায়হান, পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইদুজ্জামান সজীব, সদস্য মাহমুদুল হাসান তুষার, যুবদল নেতা তাহেরুল সরকার, শরিফুল, লিটন, ৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক গাজী ও সদস্য সচিব আয়নালসহ বিএনপি নেতা বিপ্লব সরকার, জাকির হোসেন, আব্দুস সাত্তার জহির, শ্রমিকদল নেতা কফিল ও কানু সওদাগর প্রমুখ।
পরে বিকেলে উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার, পতাকা ও সঙ্গীতের সঙ্গে র্যালিটি দর্শকদের মন জুড়ে দেয় উৎসবের আনন্দ।

শেরপুর প্রতিনিধি