শাজাহানপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ র্যালি ও দোয়া মাহফিল
বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে রক্তাক্ত ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে এক বিক্ষোভ র্যালি, সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে মাঝিরা বন্দরে গিয়ে শেষ হয়।
এর আগে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির আব্দুল লতিফ, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা কাওছার আহম্মেদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল মমিন, শূরা সদস্য মাওলানা আনোয়ারুজ্জামান প্রমুখ।
এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে নিহতদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি ও স্থিতিশীলতা এবং ইসলামি আন্দোলনের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি গোলাম রব্বানী তার বক্তব্য বলেন,
“রক্তাক্ত ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত দিন। এই দিনের শহীদদের রক্ত বৃথা যাবে না। ইনশাআল্লাহ, শহীদদের আদর্শ ও ত্যাগের পথ অনুসরণ করে আমরা সত্য ও ন্যায়ের সংগ্রাম অব্যাহত রাখব।”

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ