জাতীয় সেপাক টাকরোর চ্যাম্পিয়ন নারী দলকে শিক্ষানগরী সৈয়দপুরের সংবর্ধনা
জাতীয় সেপাক টাকরো -২০২৫ এর চ্যাম্পিয়ন নীলফামারী জেলা নারী দল, রানার্স-আপ পুরুষ দল ও উদীয়মান ক্রিকেটার আব্দুল গাফফার সাকলাইনকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের উদ্যোগে শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুল চত্বরে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মামুনুর রশীদ মামুন। ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু’র সভাপতিত্বে এবং শিক্ষানগরী সৈয়দপুরের ক্যাম্পাস এম্বাসেডর বার্জিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা ও পরিচালক খুরশিদ জামান কাকন, সৈয়দপুরের উদীয়মান ক্রিকেটার আব্দুল গাফফার সাকলাইন, সেপাক টাকরো নীলফামারী জেলা দলের ম্যানেজার ও উপজেলার বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক( শারীরিক শিক্ষা) মো. আব্দুস সালাম মন্ডল, হাজীগঞ্জ এন্টারপ্রাইজের চেয়ারম্যান এস কে আহমাদুল্লাহ্, শিক্ষানগরী সৈয়দপুরের মডারেটর মোবারক রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে ঘরোয়া লীগে অসাধারণ নৈপুণ্য দেখানো সৈয়দপুরের উদীয়মান খেলোয়াড় আব্দুল গাফফার সাকলাইন তাঁর বক্তব্যে বলেন, ছোট থেকেই ক্রিকেটের প্রতি আসক্ত ছিলাম। পাড়া মহল্লায় সবসময় টেপটেনিস বল খেলে বেড়াতাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিযেন জাতীয় দলে খেলতে পারি। সৈয়দপুর তথা উত্তরবঙ্গের সুনাম বয়ে আনতে পারি।
সেপাক টাকরো জাতীয় নারী দলের কোচ ববি রায় বলেন, আমাদের মেয়েদের অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আজকের এই অবস্থানে আসতে হয়েছে। আমাদের সৈয়দপুরের মেয়েদের প্রতি অনেক ভালো সম্ভাবনা রয়েছে। আমাদের সৈয়দপুরের খেলোয়াড়রা বাংলাদেশ জাতীয় দলেও প্রতিনিধিত্ব করছেন। সবাই আমাদের মেয়েদের উৎসাহ যোগাবেন। আশা করি তারা ভালো কিছু করে দেখাবে।
উল্লেখ্য, অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের পক্ষ থেকে প্রতি বছর সৈয়দপুরের উদীয়মান খেলোয়াড়দের উৎসাহ জোগাতে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবারের সংবর্ধনা অনুষ্ঠানে সৈয়দপুরের ১৬ জন উদীয়মান খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: