নন্দীগ্রামে সাড়ে ৩হাজার কৃষক-কৃষাণী পেল বিনামূল্যের বীজ ও সার
বগুড়ার নন্দীগ্রামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ২৮শে অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নন্দীগ্রাম উপজেলায় গম ১০০জন, সরিষা ৩৬৮০জন শীতকালীন পেঁয়াজ ২০জন, খেসারী ১০জন, মসুর ৬০ জনসহ মোট ৩৮৭০জন চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। ওই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান, শর্মিলী ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, উপজেলা সমবায় অফিসার ঝর্না রানী দেবনাথ, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার শাহ আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম, শাহারুল ইসলাম, নাজমুল হক, সুজন কুমার, শাহাদত হোসেন, সোহেল রানা, আব্দুস সালাম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক জানান, রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নন্দীগ্রাম উপজেলায় মোট ৩৮৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ