পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
নওগাঁর পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার মামুনূর রশিদ, প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক, এলজিইডি প্রকৌশলী সুলতানুল ইমাম, সমাজসেবা অফিসার শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য অফিসার আল হামিম প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা ও বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম গত মঙ্গলবার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নিহত স্কুল ছাত্র হাবিবুর রহমানের বাড়িতে যান এবং তার বাবা-মার সাথে দেখা করে সমবেদনা জানান।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :